আজ হতে আর মাত্র ৩ দিন পর পালিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধরমীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। কিন্তু এর মধ্যে-ই পাইকারি এবং খুচরা বাজারের ব্যাবসায়ীরা অধিকাংশ জিনিস এর মূল্য বাড়িয়ে দিয়েছেন।বিশেষ করে খুচরা ব্যাবসায়ীরা সব কাচামাল ও শুকনা মালের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়িয়ে দিয়েছেন। উদাহরণ হিসেবে রাজধানীর উত্তরার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় ব্রয়লার এবং কক মুরগী যা কিনা রোজার ঈদে ব্যাপক চাহিদা রয়েছে তা কেজি প্রতি ২০/৩০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। সাদা ব্রয়লার ২৩০ থেকে ২৪০ এবং পাকিস্তানি কক ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। অথচ মাত্র ৩/৪ দিন আগেও ২৯০/৩০০ টাকা দরে কেজিতে বিক্রি হচ্ছিল! উত্তরার ১৪ নং সেক্টর এর জহুরা বাজার এর মুরগী দোকানদার সোহেল জানান,” ২ দিন পর ঈদ তাই মালের দাম একটু বাড়তি, তাই এখন বেশি না রাখলে কখন রাখবো।” অপরদিকে একই বাজারের ক্রেতা বাবু বলেন,” খুচরা দোকানদাররা যেভাবে খুশী সেভাবে দাম হাকছে, দেখার কি কেউ নেই।”
এদিকে গুরুর মাংস কেজি ৮০০-৮২০, ডিম প্রতি ডজন ১৩০-১৩৫, জিরা ৯০০-৯৫০, তরল দুধ ১০০-১১০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে দীর্ঘ সরকারি ছুটি বাজার মনিটরিং কে বাধাগ্রস্ত করবে।