1. live@morningnews49.online : Morning News 49 : Morning News 49
  2. info@www.morningnews49.online : Morning News 49 :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন

আবারো ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান পত্নী তাহিরা

মর্নিং নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন জনপ্রিয় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী লেখিকা ও পরিচালক তাহিরা কাশ্যপ। সে সময় চিকিৎসায় তিনি সুস্থ হলেও ৭ বছর পর আবারও ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি।

সোমবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবসে ইনস্টাগ্রামে সূর্যমুখী হাতে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তাহিরা কাশ্যপ নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে তিনি লেখেন, ‘আবার সে ফিরে এসেছে। সাত বছর ধরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছি। এবার বুঝলাম, নিয়মিত ম্যামোগ্রাম কতটা জরুরি। তাই আমি সবার জন্য এই বার্তা দিচ্ছি। অনুগ্রহ করে নিয়মিত স্ক্রিনিং করান। আমার জন্য এটি দ্বিতীয় রাউন্ড, কিন্তু আমি জানি। আমি পারব। যখন জীবন তোমার দিকে লেবু ছুঁড়ে দেয়, তখন সেটাকে কালা খাট্টা সরবতে পরিণত কর। আর তৃপ্তির সঙ্গে তাতে চুমুক দাও। প্রথমবার পারলে, দ্বিতীয়বারও তুমি পারবে।

তাহিরা আরও লেখেন, ‘আপনাদের সবার ভালবাসা এবং প্রার্থনায় আনন্দিত! এগুলোই জাদুর মতো কাজ করছে। ধন্যবাদ!’
আমি কিছু মানুষকে জানি যারা প্রার্থনা করছেন, আবার অনেককে আমি চিনি না, তবুও আমি তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ। একইভাবে তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে চেনো এবং অন্যরা হয়তো না-ও চিনতে পার, সবাই ধন্যবাদ। যখন এমন একটি সংযোগ তৈরি হয় যা রক্তের সম্পর্কের বাইরে, সেটাই হয় মানবতার সম্পর্কের সর্বোচ্চ রূপ।” প্রথমবার স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি সাহসিকতার সঙ্গে কেমোথেরাপি নেন এবং নিজের কামানো মাথার ছবি পোস্ট করে সবাইকে অনুপ্রাণিত করেন। এর পর তিনি বেশ কিছুদিন সুস্থ ছিলেন এবং সিনেমা পরিচালনার কাজেও নিজেকে যুক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট