সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে উত্থান হলেও অপরদিকে সূচকের পতনে শেষ হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৩ এবং ব্লু-চিপ শেয়ারের সূচক ডিএস-৩০ বেড়েছে ৫ পয়েন্ট।
সূচক বাড়লেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৪৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১৬৮ এবং অপরিবর্তিত আছে ৭৮ কোম্পানির শেয়ার দর।
ক্যাটাগরির হিসাবে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে বেশিরভাগ কোম্পানির দাম কমলেও দরবৃদ্ধিতে এগিয়ে আছে ‘জেড’ ক্যাটাগরি।
‘জেড’ ক্যাটাগরির তালিকাভুক্ত ৯৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৮, কমেছে ২৬ ও অপরিবর্তিত আছে ৩১ কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হওয়া মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগেরই দাম ছিল অপরিবর্তিত। তালিকাভুক্ত ৩৬ কোম্পানির মধ্যে ১৩ কোম্পানির ইউনিটের দরবৃদ্ধির বিপরীতে দর হারিয়েছে ৭ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানি।
ডিএসই ব্লক মার্কেটে ২৬ কোম্পানির ৩৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। এর মধ্যে ব্যাংক এশিয়া সর্বোচ্চ ৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। সারা দিনে ডিএসইতে মোট ৫৪০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা এ সপ্তাহে সর্বোচ্চ। গতদিন ডিএসইতে মোট ৫২৭ কোটি টাকা লেনদেন হয়েছিল।