1. live@morningnews49.online : Morning News 49 : Morning News 49
  2. info@www.morningnews49.online : Morning News 49 :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

মেট গালার রেড কার্পেটে এবার শাহরুখ এর স্টাইল!

মর্নিং নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে
শাহরুখ এর আইকনিক স্টাইল

“পিকচার আভি বাকী হ্যায়, মেরে দোস্ত”—শাহরুখ এর সেই ‘ওম শান্তি ওম’ সিনেমার ডায়ালগ এবার বাস্তবে মিলে যাচ্ছে। কারণ প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা-য় ইতিহাস তৈরি করতে যাচ্ছেন সুপারস্টার শাহরুখ খান। তার ম্যানেজার পূজা দাদলানির এক ইঙ্গিতেই জল্পনার সূত্রপাত। যেখানে লেখা- ‘অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় বিনোদন দুনিয়ার দুই মহীরুহ এবার নিজেদের শৈল্পিক দক্ষতার মেলবন্ধন ঘটাতে চলেছে। একজন বলিউডে সেরা সুপারস্টার, অন্যজন ভারতের বর্তমান প্রজন্মের সবথেকে বড় ফ্যাশন ডিজাইনার। ২০২৫ সালের মেট গালার জন্। জুটি বাঁধতে চলেছেন তাঁরা। আর এই বলিউড আইকন নিজের কেয়ারলেস সাজপোশাক নিয়ে এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছেন।’ সেই লেখায় লাইক দেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। তা দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন, তাহলে কি শাহরুখ খান মেট গালায় হাঁটবেন?

গতবার সব্যসাচীর পোশাকে রেড কার্পেটে মাতিয়েছিলেন আলিয়া ভাট। এবার কি তবে শাহরুখ খানের পালা? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। যদিও এমন জল্পনায় এখনো কোনও প্রতিক্রিয়া দেননি শাহরুখ। ভারতীয় সুন্দরীরা বেশ অনেক বছর আগে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট দেশটিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন।
প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট