1. live@morningnews49.online : Morning News 49 : Morning News 49
  2. info@www.morningnews49.online : Morning News 49 :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

আঙুলের চিড়ে ভেস্তে গেল লিটনের পিএসএল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে মাঠে নামার আগেই করাচি কিংসের অনুশীলনে আঙুলের ইনজুরিতে পড়েন লিটন দাস। পরে স্ক্যানে চিড় ধরা পড়ে। ইনজুরি থেকে সুস্থ হতে দুই সপ্তাহ সময় লাগবে এই ব্যাটারের। তাই দলের ব্যস্ত সূচির মধ্যে আঙুলের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিতে চান বাংলাদেশ উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

তিনি আরও বলেন, ‘সামনে যেহেতু জাতীয় দলের খেলা আছে, তাই সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। এজন্যই আমি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’ করাচি কিংসের টিম ম্যানেজমেন্ট সব সময়ই তাকে সমর্থন করেছে বলে জানান লিটন। তিনি বলেন, ‘তারা সত্যিই পাশে ছিল। মানসিকভাবে আমাকে খুব সহায়তা করেছে তারা। তারা জানত যে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে কিছু সময় লাগবে এবং ব্যথার অবস্থা বোঝার জন্য আমাকে সময় দিয়েছিল। কিন্তু অনুশীলন ছাড়া এমন টুর্নামেন্টে খেলা সত্যিই কঠিন।’ তবে কোন ম্যাচ না খেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় হতাশ লিটন। তিনি বলেন, ‘আমি এই পিএসএল থেকে ইতিবাচক কিছু নিতে পারিনি। যা হয়েছে, ক্ষতিই। আমার মনে হয়, আমি পাওয়ার থেকে বেশি হারালাম।’ ১১ এপ্রিল থেকে শুরু হয় পিএসএল। মুলতান সুলতানের বিপক্ষে ৪ উইকেটের রোমাঞ্চকর জয়ে আসর শুরু করেছে করাচি কিংস। করাচি কিংসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান। ৯টি চার ও ৫টি ছক্কায় ৬৩ বলে অপরাজিত ১০৫ রান করেন রিজওয়ান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট