ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন আরও ২ সাংবাদিক। স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) দক্ষিণ গাজার খান ইউনুস শহরের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি সেনারা হামলা চালালে প্রাণ হারান তারা, এ সময় আহত হয়েছেন অন্তত ৭ জা-— সূত্র আল জাজিরার।
কুদস নেটওয়ার্ক ও ফিলিস্তিনের গণমাধ্যমের সংবাদে নিহত ওই দুই সাংবাদিকদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন, হেলমি আল ফাকাউই ও আহমেদ মনসুর। হামলায় আহতদের মধ্যে আল জাজিরার এক ফটো সাংবাদিকও রয়েছেন বলে গণমাধ্যমটির খবরে বলা হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞে অদ্যাবধি অন্তত ২০০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে গাজায় বড় আকারের বিমান ও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।
ইসরায়েলের এসব বর্বর হামলার প্রতিবাদে রবিবার (৬ এপ্রিল) ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এতে দক্ষিণ ইসরায়েলে তিনজন আহত হন।